পবিত্র ঈদ-উল-আযহা উদযাপনে সরকারি ভাবে নানামুখী প্রস্তুতি, জামাত আয়োজন, আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা

খুলনা ব্যুরো: পবিত্র ঈদ-উল-আযহা-২০২৫ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপনের লক্ষ্যে খুলনা জেলা ও মহানগরে সরকারিভাবে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায় খুলনা সার্কিট হাউজ ময়দানে। আবহাওয়া প্রতিকূল হলে একই দিনে খুলনা টাউন জামে মসজিদে সকাল সাড়ে ৭টা, সাড়ে ৮টা এবং সকাল ১০টায় তিনটি জামাত অনুষ্ঠিত হবে।
এছাড়া সকাল সাড়ে ৭টায় খুলনা আলিয়া মাদ্রাসা সংলগ্ন মডেল মসজিদে জামাত আয়োজন করা হবে।
নগরীর প্রতিটি ওয়ার্ডে খুলনা সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় পৃথক জামাতের আয়োজন করা হবে এবং স্থানীয় মসজিদ ও ঈদগাহগুলোতে পরিচালনা কমিটি জামাতের সময় নির্ধারণ করবে।
ঈদের দিন সব সরকারি, আধা-সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সঠিক রঙ ও মাপের জাতীয় পতাকা উত্তোলন করা হবে, যা সূর্যাস্তের পূর্বে নামানো হবে। নগরীর প্রধান সড়ক, সড়কদ্বীপ, চত্বর ও সার্কিট হাউজ ময়দান জাতীয় পতাকা ও বাংলা-আরবি খচিত ‘ঈদ মোবারক’ ব্যানারে সজ্জিত করা হবে।
বিভিন্ন হাসপাতাল, কারাগার, সরকারি শিশুসদন, ছোটমনি নিবাস, সামাজিক প্রতিবন্ধী কেন্দ্র, সেফ হোমস, আশ্রয়কেন্দ্র ও দুস্থ কল্যাণ কেন্দ্রে ঈদ উপলক্ষে বিশেষ খাবারের ব্যবস্থা করা হবে। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ঈদের তাৎপর্য বিষয়ে সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হবে।
ঈদের সময় নগরী ও জেলার নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে। আতশবাজি, পটকা ফোটানো, রঙিন পানি ছিটানো, বেপরোয়া মোটরসাইকেল চালানো, রাস্তা বন্ধ করে স্টল বসানো, উচ্চস্বরে মাইক বা ড্রাম বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ। রাতের বেলায় নদীতে পণ্যবাহী জাহাজ, বাল্কহেড, স্পিডবোট চলাচল বন্ধ থাকবে।
৫ জুন থেকে ১৫ জুন পর্যন্ত দিন ও রাতে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। গেট, প্যানা বা ব্যানার টাঙিয়ে সড়ক সংকোচন এবং সৌন্দর্য নষ্ট করার প্রবণতা রোধে কর্তৃপক্ষ সবাইকে নিরুৎসাহিত করবে।
অজ্ঞান পার্টি, মলম পার্টি, পকেটমার, ছিনতাইকারী প্রতিরোধে নগরীর টার্মিনাল, রেলস্টেশন, বাস ও নৌযান টার্মিনালে সাদা পোষাকধারী পুলিশ মোতায়েন ও ভ্রাম্যমান আদালত পরিচালিত হবে। জাল টাকা প্রতিরোধেও পদক্ষেপ নেওয়া হবে।
খুলনা মহানগর ও জেলার যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া পশুর হাট বসানো যাবে না। লঞ্চ টার্মিনাল, মহাসড়ক, রাস্তার পাশে, শিক্ষা প্রতিষ্ঠান এলাকায় হাট বসানো যাবে না। পশুর হাটে চাঁদাবাজি, অতিরিক্ত টোল আদায়, ছিনতাই প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে।
কোরবানির পশু নির্ধারিত স্থানে জবাই, ব্লিচিং পাউডার ও পানি দিয়ে দ্রুত পরিষ্কার ও জলাবদ্ধতা রোধের নির্দেশনা জারি করা হয়েছে। চামড়া ক্রয়-বিক্রয়ে নির্ধারিত মূল্যে লেনদেনের বিষয়েও নজরদারি থাকবে। গুজব প্রতিরোধে সামাজিক যোগাযোগ মাধ্যমে সতর্ক থাকতে বলা হয়েছে।
ঈদের প্রধান জামাতের সময় মুসল্লিদের গাড়ি পার্কিংয়ের জন্য খুলনা জেলা স্টেডিয়ামের আউটার মাঠ সংরক্ষিত থাকবে। বাস, লঞ্চ, স্টিমারে অতিরিক্ত যাত্রী ওঠানো এবং বেপরোয়া যান চলাচল রোধে আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবে। দৌলতপুর, জেলখানা ঘাট, রূপসাঘাটসহ সব ঘাটে অতিরিক্ত টোল/ভাড়া আদায় বন্ধে ভিজিলেন্স টিম ও মোবাইল কোর্ট পরিচালিত হবে।
বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র ঈদ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে এবং স্থানীয় সংবাদপত্রগুলো বিশেষ সংখ্যা প্রকাশ করবে। উপজেলা পর্যায়েও স্থানীয়ভাবে অনুরূপ কর্মসূচি পালিত হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.