পঞ্চগড়ে সকলের সহযোগিতা চাইলেন নবাগত জেলা প্রশাসক

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে নবাগত জেলা প্রশাসক মো.সাবেত আলীর আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর)দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে তার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
বিবেক ও ন্যায়বোধ উজ্জীবিত হয়ে বৈষম্যহীন মানবিক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। এই স্লোগান নিয়ে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো.সাবেত আলী।
তিনি বলেন, সকলে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে সকল সমস্যার সমাধান করা সম্ভব হবে। তাহলে আমরা উন্নয়নের গতিকে আরও বেশি তরান্বিত করতে পারবো। এ সময় জেলার সকল কর্মকান্ডে প্রশাসনকে সকলকে সহযোগীতার আহবান জানান তিনি। 
আলোচনা ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ,জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু,বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা আমীর অধ্যাপক মাওলানা মো. ইকবাল হোসাইন,জেলা জাগপার সাধারন সম্পাদক শাহরিয়ার রহমান বিপ্লবসহ জেলা প্রশাসনের কর্মকর্তা,বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.