পঞ্চগড়ে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রতিবন্ধী ও প্রতিবন্ধিতার ঝুঁকিতে থাকা ব্যক্তিদের মাঝে বিনামূল্যে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকালে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে, জেলা প্রশাসক কার্যালয়ের সামনে তাদেরকে এ উপকরন বিতরন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাশ।
তিনি বলেন, প্রতিবন্ধীরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। বর্তমান সরকার প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে।
এ সহায়ক উপকরণ তাদের জীবনমান উন্নত করতে সহায়ক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে পঞ্চগড় জেলা প্রশাসন ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে  ৩২ জন উপকারভোগীর মাঝে ট্রাইসাইকেল ৫টি, হুইলচেয়ার ২১টি, ওয়াকার ৩টি, অক্সিলারি ২ জোড়া এবং এলবো  ১টি দেওয়া হয়।
এসময় পঞ্চগড় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আক্তারুজ্জামান, জেলা কালচারাল অফিসার জাকির হোসেন, ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট ডা: দিপক কুমার রায় সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগীরা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.