নোয়াখালী হাতিয়ায় সনদ জালিয়াতির কারণে নারী প্রভাষক গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি:  নোয়াখালী হাতিয়া উপজেলা জাল সনদের মাধ্যমে শিক্ষকতা করার অভিযোগে হাতিয়া ডিগ্রি কলেজের প্রভাষক শাহিদা আক্তার রুবিকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদুক)।

এই ঘটনা আজ রবিবার (০১ সেপ্টেম্বর) রবিবার তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন নোয়াখালী দুদকের সহকারী পরিচালক সুবেল আহমেদ।

অভিযুক্ত শাহিদা আক্তার হাতিয়া উপজেলার চর কৈলাশ গ্রামের কে এম ওবায়েদুল্লাহর স্ত্রী।

জানা গেছে, শাহিদা আক্তার রুবি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষের অধীনে ২০১০ সনের পরীক্ষার (রোল-৪০৬০২৭৯৪, রেজি : ১০০০০১২৬২ পরীক্ষা- ষষ্ঠ-২০১০) মাধ্যমে ইসলামের ইতিহাস ও সংস্কৃতির প্রভাষক পদে একটি জাল সনদ বানিয়ে হাতিয়া ডিগ্রি কলেজে প্রভাষক (ইসলামের ইতিহাস) হিসেবে যোগ দেন।

পরবর্তীতে এমপিওভুক্ত হয়ে (ইনডেক্স নং ৩০৮৪৪২১ মূলে) বেতন-ভাতা বাবদ মোট ৫,৩৮,৯৭৫ টাকা (১ নভেম্বর’২০১২ থেকে ৩১ মার্চ’২০১৬ পর্যন্ত) উত্তোলন/গ্রহণ করেন।

পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের শিক্ষা পরিদর্শক টুটুল কুমার নাগ এবং অডিট অফিসার গোলাম মুর্তজা ২০১৫ সালের ৩ ডিসেম্বর কলেজ নিরীক্ষাকালে তার সনদের সত্যতা নিশ্চিত না হওয়ায় এটিকে জাল হিসেবে আখ্যায়িত করেন।

দুদকের সহকারী পরিচালক সুবেল আহমেদ বিটিসি নিউজকে জানান, শাহিদা আক্তার রুবি হাতিয়া ডিগ্রি কলেজে দীর্ঘদিন ধরে জাল সনদের মাধ্যমে শিক্ষকতা করে আসছিলেন। পরে অনুসন্ধানের মাধ্যমে আমরা তার জাল সনদের বিষয়ে নিশ্চিত হই।

তিনি সনদ জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সরকারি মোট ৫ লাখ ৩৮ হাজার ৯৭৫ টাকা আত্মসাৎ করেছেন। যা অনুসন্ধানে প্রমাণিত হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.