নিজেকে মাত্র ১ মিনিটে আকর্ষণীয় করে তুলুন
বিটিসি নিউজ ডেস্ক: কতো জন সুন্দর ও আকর্ষণীয় হয়ে উঠতে কতো কিছুই না করেন। নানান রকমের রূপচর্চা, মেকআপ, সার্জারি, দামী দামী পোশাক পরে নিজেকে আকর্ষণীয় করে তোলার চেষ্টা করে অনেকেই। নিজেকে আরো একটু বেশি আকর্ষণীয় করে তোলার আছে খুব সহজ কিছু উপায়। মাত্র এক মিনিটেই নিজেকে আরো একটু বেশি আকর্ষণীয় করে তুলতে পারবেন আপনি। কিভাবে? জেনে নিন কিছু সহজ উপায়।
# নিজেকে অনেক বেশি এক ঘেয়ে দেখাচ্ছে? চুলের বাঁধন খুলে সিথির পাশ পরিবর্তন করে ফেলুন। নিজেকে অনেক বেশি আকর্ষণীয় দেখাবে মাত্র এক মিনিটেই।
# দুপুর বেলা সবার চেহারাতেই ক্লান্তির ছাপ পরে। এসময়ে নিজের চেহারায় চট জলদি গ্ল্যামার আনতে হলে একটি সানগ্লাস পরে নিন। মাত্র এক মিনিটেই আকর্ষণীয় হয়ে উঠবে।
# নিজের ড্রেসআপে ঝটপট গ্ল্যামার আনতে চাইলে একঘেয়ে ওড়না বা স্কার্ফটি বদলে রংচঙে একটি স্কার্ফ/ওড়না পরে নিন।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.