বিটিসি স্পোর্টস ডেস্ক: আর্সেনাল ড্র করায় এসে গেল সুযোগ। সেটা দারুণভাবে কাজে লাগাল লিভারপুল। আক্রমণাত্মক ফুটবলে নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে শিরোপার পথে এগিয়ে গেল আরেক ধাপ।
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে বুধবার রাতে ২-০ গোলে জিতেছে আর্না স্লটের। দুই ম্যাচের নিষেধাজ্ঞার জন্য ডাগআউটে ছিলেন না লিভারপুল কোচ। গ্যালারিতে বসে দেখেছেন দলের আরেকটি জয়।
অ্যানফিল্ডে দোমিনিক সোবোসলাই দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন আলেক্সিস মাক আলিস্তের।
৬১ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ১২ শট নিয়ে চারটি লক্ষ্যে রাখতে পারে লিভারপুল। নিউক্যাসলের তিন শটের একটিও ছিল না লক্ষ্যে।
স্বাগতিকদের আক্রমণাত্মক ফুটবলে নিজেদের অর্ধ ছেড়ে খুব একটা বের হতে পারছিল না নিউক্যাসল। তাদের প্রতি-আক্রমণগুলোতেও ধার ছিল না খুব একটা।
৩০তম মিনিটে গোলের জন্য প্রথম কোনো শট নিতে পারে নিউক্যাসল। ডি-বক্সের ভেতরে বিপজ্জনক জায়গা থেকে শট লক্ষ্যে রাখতে পারেননি ক্যালাম উইলসন।
৩৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ হাতছাড়া করেন সোবোসলাই। দিয়োগো জটার কাছ থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে তার শট বেরিয়ে যায় দূরের পোস্ট ঘেঁষে।
তিন মিনিট পর প্রায় একই জায়গা থেকে শট লক্ষ্যে রাখতে পারেননি দারুণ ছন্দে থাকা মোহামেদ সালাহ।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে সমতা ফেরাতে আক্রমণাত্মক ফুটবল খেলে নিউক্যাসল। শুরুতেই পেয়ে যায় সুযোগ। তবে অ্যান্থনি গর্ডনের শট প্রতিহত হয় লিভারপুলের রক্ষণে।
২৮ ম্যাচে ২০ জয় ও সাত ড্রয়ে ৬৭ পয়েন্ট নিয়ে চূড়ায় লিভারপুল। তিনে থাকা নটিংহ্যাম ফরেস্টের সঙ্গে এদিন গোলশূন্য ড্র করা আর্সেনাল ২৭ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে।
টটেনহ্যাম হটস্পারকে ১-০ গোলে হারিয়ে নটিংহ্যামের (৪৮) সঙ্গে ব্যবধান কমিয়েছে ম্যানচেস্টার সিটি। ৪৭ পয়েন্ট নিয়ে চারে আছে পেপ গুয়ার্দিওলার দল।
Comments are closed, but trackbacks and pingbacks are open.