নাটোরের গুরুদাসপুরে ঘন কুয়াশায় সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুর উপজেলার হাটিকুমরুল মহা সড়ক এলাকায় ঘন কুয়াশায় পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৭টার দিকে মহাসড়কের নয়াবাজার এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শাহিন আলম নামে ট্রাকের এক যাত্রী এবং ভোর বেলা কাছিকাটা দশ নম্বর ব্রীজ এলাকায় বাস চাপায় পৃষ্ঠ হয়ে অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু ঘটে।
সড়ক দুর্ঘটনায় কারনে কিছু সময় সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে যানচলাচল নিয়ন্ত্রণে আনে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন ঘটনার সত্যতা বিটিসি নিউজকে নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.