নরসিংদী কারাগার থেকে লুট হওয়া অস্ত্র-গুলি উদ্ধার

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে পৃথক স্থানে অভিযান চালিয়ে জেলা কারগার থেকে লুট হওয়া একটি শটগান ও একটি রাইফেলসহ ৫টি আগ্নেয়াস্ত্র ও ২৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী।
রোববার দুপুরে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি জেলা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।
এসময় নরসিংদী ক্যাম্পের দায়িত্বে নিয়োজিত ২৮ ইষ্ট বেঙ্গল সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ ফাহিম মাহবুব জানান, গতকাল শনিবার জেলার চিনিশপুর গ্রামে অভিযান চালিয়ে জেলা কারাগার থেকে লুট হওয়া একটি শটগান ও একটি রাইফেল উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে গত ১১ আগস্ট রায়পুরা উপজেলার মেথিকান্দা গ্রামে একদল ডাকাতকে ধাওয়া দিয়ে তাদের ফেলে যাওয়া ৩টি একনলা বন্দুক উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত এসব অস্ত্র জেলা পুলিশের পক্ষ থেকে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভির আহামেদ গ্রহণ করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নরসিংদী প্রতিনিধি মো. গোলাম মোস্তফা মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.