দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের দাবীতে ফুসে উঠেছে গ্রামবাসী

নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় দুই মাদক ব্যবসায়ী টিয়া ও মুক্তাকে গ্রেফতারের দাবীতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ করেছে গ্রামবাসী। আজ বৃস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার মাধনগর ইউনিয়ন পরিষদের সামনে চেউখালী ও কাজিপাড়ার শতাধিক গ্রামবাসী এ দুই মাদক ব্যবসায়ীর অত্যাচার নির্যাতন ও হামলার শিকারে অতিষ্ঠ হয়ে গ্রেপ্তার ও বিচারের দাবীতে তারা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

এসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন দেওয়ান তাদের দাবীগুলো শুনে তা প্রশাসনের কাছে তুলে ধরে দুই মাদকব্যবসায়ীকে গ্রেপ্তারের আশ্বাস দিলে তারা ফিরে যায়।মাদকব্যবসায়ী টিয়া পশ্চিম মাধনগর কাজিপাড়া গ্রামের সলি রাজাকারের ছেলে ও মুক্তার হোসেন একই গ্রামের মুজিবুর রহমানের ছেলে।

মাধনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, গত কয়েকদিন আগে কাজীপাড়া গ্রামের ওর্য়াড আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাঈদ হোসেন ও তার ছোট ভাই শাজাহান আলী মাদক ব্যবসায়ী টিয়া ও মুক্তার সহযোগি সেলিমকে মাদক (গাঁজা) বিক্রয় নিষেধ করলে শাজাহানকে ছুরিকাঘাত করা হয়।

সে এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে তার অবস্থা আশংকাজনক।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে নাটোরের নলডাঙ্গা উপজেলার পশ্চিম মাধনগর কাজিপাড়া গ্রামে মাদক ব্যবসার প্রতিবাদ করায় দফায় দফায় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটছে।

মাদক ব্যবসার প্রতিবাদ করায় গত ৩ মে কাজিপাড়ার শাজাহান আলী কে ছুরিকাঘাত করে মাদক বিক্রেতা টিয়া ও মুক্তার সহযোগি সেলিম। এর দুই দিন পর মাদক ব্যবসার প্রতিবাদ করায় চেউখালি বটতলায় সংঘর্ষ হয়।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়। এর জের ধরে মাদক ব্যবসায়ীর পক্ষে পুলিশি হয়রানি ও গ্রেপ্তার আতংক বেড়ে যাওয়ায় গ্রামবাসী ফুসে উঠেছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.