থাইল্যান্ডের ফুকেট দ্বীপে কাদা ধসে প্রাণ গেলো ১৩ জনের

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: কাদা ধসে এক রাশিয়ান দম্পতি-সহ অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। থাইল্যান্ডের ফুকেট দ্বীপের একটি রিসোর্টে ভারী বৃষ্টিপাতের কারণে কাদা ধসে পড়ে এই হতাহতের ঘটনা ঘটে।
নিখোঁজদের সন্ধানে তল্লাশি অভিযানের সমাপ্তি ঘোষণা করে রোববার থাই কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।
ফুকেটের গভর্নর সোফন সুওয়ান্নারাত বলেছেন, গত সপ্তাহে ভারী বৃষ্টিপাতের কারণে দেশের দক্ষিণাঞ্চলের জনপ্রিয় পর্যটন গন্তব্য ফুকেটের বিগ বুদ্ধের কাছে কাদা ধসের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন নিখোঁজ হয়ে পড়েন।
সোফন বলেন, ফুকেট দ্বীপে কাদা ধসের ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে রাশিয়ান এক দম্পতি, মিয়ানমারের ৯ জন অভিবাসী শ্রমিক এবং দু’জন থাই নাগরিক রয়েছেন।
কাদা ধসে প্রায় ২০ জন আহত ও ২০৯টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.