তায়কোয়ানদো উচ্চতর প্রশিক্ষণ কর্মশালা শুরু – জেলা প্রশাসক আফিয়া

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ তায়কোয়ানদো ফেডারেশনের অনুমোদনক্রমে, বাংলাদেশ তায়কোয়ানদো ইউনিয়নের অর্থায়নে ও রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিশেনের উদ্দগ্যে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে প্রায় ২ শত জন খেলোয়াড় নিয়ে ৫দিন ব্যাপী তায়কোয়ানদো উচ্চতর প্রশিক্ষণ কর্মশালা শনিবার (১৬ আগস্ট) বিকেলে শুরু হয়েছে।
প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন প্রশিক্ষক গ্রান্ডমাস্টার জু সাং লী।
এই উচ্চতর প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আফিয়া আখতার। এর আগে তিনি বলেন পড়া লেখার পাশাপাশি খেলাধুলাই নিয়মিত অংশ গ্রহন করতে হবে।
আজকে ছেলেমেয়েদের সাথে অনেক মায়েরা এসেছেন তাই আপনাদের কাছে অনুরোধ প্রতিটি ছেলেমেয়েকে সন্ধ্যার আগে বাসায় ফিরে আসার জন্য নির্দেশনা দিবেন যেন তারা সঠিক সময়ে বাসায় ফিরে আসে। এটা আপনাদের দায়িত ও কর্তব্য। তবেই ছেলেমেয়েরা বিপথগামী হবেনা। ছোটবেলায় যেমনটি আমাদের সময় বাবা মায়েরা দায়িত্ব পালন করেছেন।
বিভাগীয় তায়কোযানদো এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সেকেন্দার আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া অফিসার ও সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ তায়কোয়ানদো ইউনিয়নের সভাপতি মোঃ রেজাউল করিম, সাধারণ সম্পাদক মোঃ আবদুল মান্নান, রাজশাহী বিভাগীয় এসোসিয়েশনের সহ-সভাপতি এসএম নালাউদ্দনি রতন, রাজশাহী তায়কোয়ানদো দোজাং এর সাধারণ সম্পাদক মোঃ মোজাফ্ফর হোসেন বুলু।
এ সময় রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মোঃ তৌফিকুর রহমান রতন, রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, সদস্য মোঃ সাইফুল ইসলাম কালুসহ অন্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ইসালাম (বাবুল) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.