ঢামেক প্রধান ফটকের সামনে অভিভাবকদের মৌন অবস্থানে পুলিশের বাধা

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের প্রধান ফটকের সামনে অভিভাবকদের মৌন অবস্থানে বাধা দিয়েছে পুলিশ। বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের ব্যানারে সেখানে দাঁড়াতে চাইলে তাদের সরিয়ে দেওয়া হয়। আজ মঙ্গলবার সকাল পৌনে ১১টায় ঢামেকের প্রশাসনিক ব্লকের প্রধান ফটকের সামনে পুলিশি বাধার মুখে পড়েন অভিভাবকরা।
বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত বলেন, আমরা রাস্তায় দাঁড়াতে চেয়েছিলাম, কিন্তু পুলিশ দাঁড়াতেই দেয়নি। আমরা আমাদের সন্তানদের হত্যার বিচার চাই। যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। যাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তাদের মামলা প্রত্যাহার করতে হবে। যাদেরকে আটক করা হয়েছে, তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে।
ঢামেকের সামনে দাঁড়ানোর বিষয়ে তিনি বলেন, আমরা দেখেছি ১৫ তারিখে এখানে মুহুর্মুহু হামলা হয়েছে। এখানে ছাত্রলীগ হামলা করেছিল। এখানে যারা চিকিৎসা নিতে এসেছিল তারা অসহায় ছিল। 
ঢামেকের সামনে দাঁড়াতে না পেরে হাসপাতালে আহতদের চিকিৎসার খোঁজখবর নিতে যান অভিভাবকরা। পরে দুপুর সাড়ে ১২টার দিকে তারা হাসপাতাল ত‍্যাগ করেন।
তবে অভিভাবকদের কেন দাঁড়াতে দেওয়া হয়নি- সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.