ডিজেলে ১ টাকা ২৫ পয়সা এবং পেট্রোল ও অকটেনের দাম ৬ টাকা করে দাম কমছে

খুলনা ব্যুরো: জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ঘোষণা দিয়েছেন যে ডিজেলের দাম ১ টাকা ২৫ পয়সা কমিয়ে ১০৬ টাকা ৭৫ পয়সা থেকে ১০৫ টাকা ৫০ পয়সা করা হয়েছে।
একইভাবে, অকটেনের দাম ৬ টাকা কমিয়ে ১৩১ টাকা থেকে ১২৫ টাকা এবং পেট্রোলের দাম ৬ টাকা কমিয়ে ১২৭ টাকা থেকে ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে। এই নতুন দাম আজ মধ্যরাত থেকে কার্যকর হবে।
এই ঘোষণার সময় জ্বালানি মন্ত্রণালয় এবং পাওয়ার প্ল্যান্টের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এর আগে অন্তর্বর্তী সরকার জানায়, সেপ্টেম্বর মাস থেকে গ্রাহকরা তেলের দাম কিছুটা কম পাবেন, যেখানে ডিজেল ও কেরোসিনের তুলনায় অকটেন ও পেট্রোলের দাম বেশি কমানো হবে।
আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমায় দেশে সেই অনুযায়ী সমন্বয় করা হয়েছে। পাশাপাশি, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মুনাফার পরিমাণ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা তেলের দাম হ্রাসে ভূমিকা রেখেছে।
প্রসঙ্গত, গত ১ জুন থেকে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন ১০৬ টাকা ৭৫ পয়সা, অকটেন ১৩১ টাকা, এবং পেট্রোল ১২৭ টাকায় বিক্রি হয়ে আসছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.