ঠাকুরগাঁওয়ে ছাত্রদল পরিচয়ে পিকনিকের চাঁদা, আটক ৩ যুবলীগ কর্মী

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে বিভিন্ন স্থানে ছাত্রদলের নাম ভাঙ্গিয়ে পিকনিকের চাঁদা তুলতে গিয়ে আটক হয়েছেন ৩ জন যুবলীগের কর্মী। সোমবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে তাদের হাতে নাতে ধরেন ছাত্রদলের নেতারা। পরে তাদের পুলিশে দেওয়া হয়।
আটককৃতরা হলেন, শহরের জলেস্বরী তলা এলাকার মৃত কিতাব উদ্দিনেরর ছেলে নুর মোহাম্মদ (২৬), আব্দুল আজিজের ছেলে রাসেল (২৭), তসলিম উদ্দিনের ছেলে মিজানুর (২৫)।
বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ।
পুলিশ জানায়, ছাত্রদলের পিকনিক করা হবে এই মর্মে একটি চিঠি এই তিনজন বিভিন্ন স্থানে দেখিয়ে টাকা নিচ্ছেন, এমন খবর পেয়ে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের আটক করে। পরে তাদের পুলিশের হাতে তুলে দেয়।
জেলা ছাত্রদলের সভাপতি কায়েস বিটিসি নিউজকে বলেন, আমরা খবর পেয়েছি এই তিনজন ছাত্রদলের পিকনিক করা হবে এমন একটি চিঠির মাধ্যমে বিভিন্ন স্থানে চাঁদা তুলছে। খবরটি পাওয়া মাত্র আমাদের ছাত্রদলের বিভিন্ন স্থরের নেতারা তাদের খোঁজা শুরু করেন। পরবর্তীতে তাদের আটক করে পুলিশে দেওয়া হয়। আমরা তাদের মুখে শুনেছি তারা যুবলীগের কর্মী।
ঠাকুরগাঁও সদর থানার ওসি এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন, তাদের আদালতে পাঠানো হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঠাকুরগাঁও প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.