টাঙ্গাইলে শহীদ মারুফ হত্যার আসামি কাউন্সিলর নোমান গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে টাঙ্গাইলে গুলিতে নিহত ১০ শ্রেণির শিক্ষার্থী মারুফ মিয়া (১৪) হত্যা মামলায় টাঙ্গাইল পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর তানভীর হাসান ফেরদৌস (নোমান)কে গ্রেপ্তার করেছে র‌্যাব -১৪ , সিপিসি-৩, টাঙ্গাইল।
আটককৃত কাউন্সিলর নোমান টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়রের দায়িত্ব পালন করেছেন। নোমান এ হত্যা মামলার ১৬ নম্বর অভিযুক্ত আসামি।
রোববার (২২ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইল শহর থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। দুপুরে সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ তাকে আদালতে পাঠিয়েছে।
টাঙ্গাইল সদর থানার ওসি তানবীর আহমেদ বিটিসি নিউজকে জানান, র‌্যাব-১৪, সিপিসি- ৩, টাঙ্গাইল এর  সদস্যরা গ্রেপ্তারের পর কাউন্সিলর নোমানকে তাদের কাছে হস্তান্তর করে। পরে নোমানকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশ, গত ১৮ আগস্ট নিহত মারুফের মা মোর্শেদা আক্তার বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ও বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু’সহ ৫৬ জনের নামোল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।
মামলায় অজ্ঞাত ১৫০ জন থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর টাঙ্গাইল প্রতিনিধি লুৎফর রহমান উজ্জল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.