টাঙ্গাইলে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ, যোগ দিলেন অভিভাবকরাও

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকরাও যোগ দিয়েছেন বলে জানা গেছে। শনিবার (৩ আগস্ট) বেলা ১১টায় টাঙ্গাইল প্রেস ক্লাব চত্বর ও বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে অভিভাবকদের সঙ্গে নিয়ে সমবেত হন হাজার হাজার শিক্ষার্থী।
এ সময় নানা ধরনের স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।
প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করে শিক্ষার্থী হত্যাকারীদের বিচার দাবি করে বক্তব্য রাখেন মিছিলের সমন্বয়করা। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে নিরালা মোড় হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেস ক্লাব চত্বরে জমায়েত হন। মিছিলে কয়েক হাজার ছাত্রছাত্রী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন। এ সময় অসহযোগ আন্দোলন সফল করতে মহাসড়ক অবরোধ করেন তারা।
এ বিষয়ে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দিন বলেন, পুলিশ নিরাপত্তা দিতে সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছেন। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর টাঙ্গাইল প্রতিনিধি লুৎফর রহমান উজ্জল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.