বিটিসি স্পোর্টস ডেস্ক:আরও এক রুদ্ধশ্বাস লড়াই হলো কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে। আর্জেন্টিনা-ইকুয়েডর পর ভেনেজুয়েলা-কানাডা ম্যাচও গড়ালো টাইব্রেকারে। সেখানে ৪-৩ ব্যবধানে জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে কানাডা। ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা।
শনিবার (৬ জুলাই) যুক্তরাষ্ট্রের টেক্সাসে ম্যাচের ১৩ মিনিটে এগিয়ে যায় কানাডা। মাঠের ডান প্রান্ত ধরে বল নিয়ে এগিয়ে ডান পায়ের দুর্দান্ত শটে জাল খুঁজে নেন জ্যাকব শাফেলবার্গ। তার গোলেই ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় কানাডা।
বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৪ মিনিটে সমতায় ফেরে ভেনেজুয়ালা। সালোমন রন্দন গোল করে দলকে ম্যাচে ফেরান। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে বাজিমাত করে কানাডা। আগামী ১০ জুলাই সকাল ৬টায় ফাইনাল ওঠার লড়াইয়ে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে কানাডা। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.