ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে বিদ্যুতের তারের ওপর পড়ে থাকা পেঁপে গাছ সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ জেলা সদরের সুরাপারা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সুরাপারা গ্রামের রেশমা খাতুন (৪৫), হাসিনা বেগম (৬৫) ও মোকছেদ মোল্লা ওরফে আংগারিয়া (৬০)।
স্থানীয়দের বর্ণনায় জানা গেছে, রবিবার বিকেলে ঝড়-বৃষ্টিতে মোকছেদ মোল্লার বাড়ির পেছনে বিদ্যুতের তারের ওপর একটি পেঁপে গাছ ভেঙে পড়ে। সে সময় তারের ওপর থেকে গাছ সরাতে গেলে মোকছেদ মোল্লা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এরপর পরিবারের সদস্য ও প্রতিবেশিরা সারারাত খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে সকালে সাড়ে ১০টার দিকে বাড়ির পেছনে মোকছেদ মোল্লার মরদেহ দেখতে পান। তখন ওই তার থেকে মোকছেদকে সরাতে তার গায়ে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন রেশমা খাতুন ও হাসিনা বেগম।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা আহত দুজনকে সদর হাসপাতালে আনলে চিকিৎসক তাদেরও মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীর হাসান বিটিসি নিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিদ্যুৎ বিভাগেকে বলে বিদ্যুৎ বন্ধ নিশ্চিত করে আহতদের উদ্ধার করা হয়।
এ ঘটনায় সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাপস কুমার বিটিসি নিউজকে জানান, হাসপাতালে আসার আগেই রেশমা ও হাসিনা মারা যায়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঝিনাইদহ প্রতিনিধি মো: আনোয়ার জাহিদ জামান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.