জেএফএ অনুর্ধ্ব-১৪ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপ: রংপুর ও ঠাকুরগাঁও ফাইনালে, রুনার হ্যাট্রিক

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জেএফএ অনুর্ধ্ব-১৪ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপের চুড়ান্ত পর্বের ২টি সেমিফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) অনুষ্টিত সেমিফাইনাল খেলায় সফররত রংপুর ২-০ গোলে চাঁপাইনবাবগঞ্জ জেলা নারী ফুটবল দলকে হারিয়ে ফাইনালে উঠে।
বিজয়ী দলের পক্ষে মিথিলা ও অন্যন্যা ১টি কওে গোল করে। দিনের অন্য সেমিফাইনাল খেলায় ঠাকুরগাঁও জেলা নারী ফুটবল দল রুনা আখতারের হ্যাট্রিকের সুবাদে ৬-০ গোলে ময়মনসিংহ জেলা নারী ফুটবল দলকে হারিয়ে ফাইনালে উঠে। বিজয়ী দলের রুনা ৪, মনিসা ও ঝুমুর ১টি করে গোল করে। খেলা পরিচালনা করেন রেফারী শাহিন ও মাহফুজা রাহাত। তাদের সহযোগিতা করেন, তাসফিয়া আকতার, মাথিংনু মারম ও সোনিয়া।
আজ বিরতী আগামীকাল বৃহস্প্রতিবার ফাইনাল খেলা অনুষ্টিত হবে। ফাইনালে রংপুর ও ঠাকুরগাঁও জেলা নারী ফুটবল দল অংশ নেবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.