নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জেএফএ অনুর্ধ্ব-১৪ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপের চুড়ান্ত পর্বের ২টি খেলা অনুষ্টিত হয়েছে। গতকাল বৃহস্প্রতিবার (১৮ সেপ্টেম্বর) অনুষ্টিত খেলায় সফররত ময়মনসিংহ জেলা নারী ফুটবল দল ২-১ গোলে স্বাগতিক রাজশাহী জেলা নারী ফুটবল দলকে হারায়।
বিজয়ী দলের পক্ষে মনি ২ডঁ গোল করে। বিজিত দলের পক্ষে নিলা ১টি গোল পরিশোধ করে।
দিনের অন্য খেলায় রংপুর জেলা নারী ফুটবল দল অন্যন্যার হ্যাট্রিকের সুবাদে ১১-০ গোলের বিশাল ব্যবধানে খাগড়াছড়ি জেলা নারী ফুটবল দলকে হারায়। বিজয়ী দলের পক্ষে অন্যন্যা ১০টি ও সোমা ১টি গোল করে।
খেলা পরিচালনা করেন রেফারী শাহিন, তাসফিয়া আকতার। তাদের সহযোগিতা করেন মাহফুজা রাহাত ,সাহানা খাতুন, মাতিংনুমারম ও সোনিয়া।
আজকের খেলায় ঠাকুরগাঁও, খুলনা, চাঁপাইনবাবগঞ্জ, ও মানিকগঞ্জ জেলা অংশ নেবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.