নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দূর্গাপুরে ‘জামিনে বের হয়ে প্রতিপক্ষের হাতে খুন’ শীর্ষক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত দুই প্রধান আসামিকে নাটোর থেকে গ্রেফতার করেছে র্যাব-৫।
সোমবার দিবাগত রাতে (১২ আগস্ট ২০২৫) নাটোর সদর উপজেলার বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় র্যাবের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
বুধবার (১৩ আগস্ট) দুপুরে র্যাব-৫ এর পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গত ১৪ মে ২০২৫ তারিখে দূর্গাপুর থানার হোজা অনন্তকান্দি গ্রামে পূর্ব বিরোধের জেরে সংঘটিত এক মারামারির ঘটনায় হাসিবুর নামে এক ব্যক্তি নিহত হন। পরদিন ১৫ মে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়, যাতে প্রধান আসামি ছিলেন ওয়াজেদ আলী। মামলায় জামিনে মুক্ত হয়ে তিনি এলাকায় অবস্থান করছিলেন।
১০ আগস্ট রোববার সকালে ওয়াজেদ আলী তার ছেলেকে নিয়ে নিজ গ্রামের হোজা বিলের পশ্চিম পাশে পান বরজে কাজ করছিলেন। এ সময় একই গ্রামের ওমর ফারুক ও ফরহাদ কবিরসহ ৩০–৩৫ জনের একটি দল দেশীয় অস্ত্রসহ অতর্কিত হামলা চালায়। হামলায় ওয়াজেদ আলীর মাথা, বাঁ হাত ও পায়ে গুরুতর জখম হয়। এছাড়া তার ছেলে মাসুম ও স্ত্রী লাইলী বেগমও আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে ওয়াজেদ ও মাসুমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১০ আগস্ট দুপুর ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক ওয়াজেদ আলীকে মৃত ঘোষণা করেন।
এই নারকীয় ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও ভীতির সৃষ্টি হয়। নিহত ওয়াজেদের স্ত্রী বাদী হয়ে দূর্গাপুর থানায় আরেকটি হত্যা মামলা দায়ের করেন।
চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর র্যাব ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় ১২ আগস্ট রাত ১২টা ৩০ মিনিটে র্যাব-৫ এর রাজশাহী সিপিএসসি ও নাটোর সিপিসি-২ ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল নাটোরের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় অভিযান চালিয়ে ওমর ফারুক ও ফরহাদ কবিরকে গ্রেফতার করে।
গ্রেফতারের পর তাদের রাজশাহীর দূর্গাপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িত পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে র্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.