জামালপুরের বকশীগঞ্জ সীমান্ত থেকে গভীর রাতে ২১ সন্দেহভাজন বাংলাদেশীকে আটক!  

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ধানুয়া কামালপুর ইউনিয়নের দীঘলা কোনা পাহাড়ি এলাকা থেকে সন্দেহভাজন ২১ বাংলাদেশীকে আটক করা হয়েছে।
শুক্রবার (৯ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে কর্তব্যরত আনসার ভিডিপির সদস্যরা তাদের আটক করেন।
জানা যায়, বকশীগঞ্জ সীমান্তবর্তী ধানুয়া কামালপুর ইউনিয়নের দিঘলা কোনা খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাধু আন্দ্রে ধর্মপল্লীর পাহাড়া দিচ্ছিলেন ধানুয়া কামালপুর ইউনিয়ন আনসার ভিডিপির সদস্যরা। ওই রাতে দীঘলা কোনা এলাকায় পাহাড় দিয়ে কিছুসংখ্যক ব্যক্তি ঘুরাঘুরি করতে দেখে তাদের সন্দেহ হয়। পরে ২১ জন বাংলাদেশী নাগরিককে ভারতীয় সীমান্তের কাছ থেকে তাদের আটক করা হয়।
নিরাপত্তাজনিত কারণে রাতেই স্থানীয় সাতানী পাড়া বিজিবি ক্যাম্পে তাদের রাখা হয়। আটককৃতরা বকশীগঞ্জ উপজেলা সহ বিভিন্ন জেলা থেকে এই সীমান্তে এসেছিলেন।
সাতানী পাড়া বিজিবি ক্যাম্পের কমান্ডার খন্দকার সাইফুল ইসলাম জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা গভীর রাতে কেন সীমান্তে গিয়েছিলেন তা জানার চেষ্টা চলছে।
এব্যাপারে ধানুয়া কামালপুর ইউনিয়ন আনসার ভিডিপির দলনেত্রী নূরজাহান বেগম অঞ্জলী বলেন, গভীর রাতে নোম্যান্স ল্যান্ডের কাছাকাছি ঘুরাঘুরি করতে দেখে আমরা তাদের আটক করি এবং বিজিবির ক্যাম্পে রাখি। এবিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
দেশের চলমান পরিস্থিতির মধ্যে জামালপুরের বকশীগঞ্জ সীমান্ত দিয়ে অবধভাবে কারো অনুপ্রবেশ না ঘটে সেদিকে নজরদারী বাড়াতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রতি আহবান জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.