জামালপুর প্রতিনিধি:জামালপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষায় পরীক্ষার্থীদের কাছে বিভিন্ন অংকের টাকা নিয়ে প্রতারণার অভিযোগে সহকারী শিক্ষকসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশ (ডিবি-১) এর ওসি কাজী শাহনেওয়াজ।
গ্রেপ্তারকৃতরা হলেন, সরিষাবাড়ী পূর্ব বয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ ও ইসলামপুর উপজেলার মুস্তাফিজুর রহমান মিনার।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে শহরের আজম চত্বর থেকে তাদের আটক করা হয়। শুক্রবার সকালে প্রতারণার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়।
গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় পরীক্ষার্থীদের কাছে টাকা নেওয়ার অভিযোগে সহকারী শিক্ষকসহ দুজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তিনটি প্রবেশপত্র, ৪টি মোবাইল ফোন, একটি ডাচ্-বাংলা ব্যাংকের এটিএম কার্ড এবং বিভিন্ন প্রার্থীদের থেকে নেওয়া এক লাখ টাকা উদ্ধার করা হয়।
জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-১) ওসি কাজী শাহনেওয়াজ বিটিসি নিউজকে বলেন, তাদের বিরুদ্ধে জামালপুর সদর থানায় প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। সে মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। তারা একাধিক পরীক্ষার্থীকে চাকরি দেওয়ার প্রলোভনে বিভিন্ন অংকের টাকা হাতিয়ে নিয়েছিল বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এরজামালপুর প্রতিনিধি আবু সায়েম মোহাম্মদ সা‘-আদাত উল করীম। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.