জামালপুর প্রতিনিধি: দৈনিক জনবাণী পত্রিকার স্টাফ রিপোর্টার ও দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার জামালপুর জেলা প্রতিনিধি মাসুদুর রহমান এর মাতা কমলা বেগম (৪৫) গুরুতর অসুস্থ।
তিনি জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাঁর রোগ মুক্তি কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন তাঁর পরিবার।
জানা যায়, গত রবিবার (১৩ জুলাই) জামালপুর জেলার সরিষাবাড়ী পৌর শহরের নিজ বাড়িতে অসুস্থতাবোধ করলে তাকে সরিষাবাড়ী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
পর দিন সোমবার (১৪) জুলাই ডায়রিয়া রোগে আক্রান্ত হলে সরিষাবাড়ী হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক শরীরে ৫টি স্যালাইন প্রদান করে। এরপরেও অবস্থার উন্নত না হলে পরে তাকে রাতেই জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
কথা হলে সাংবাদিক মাসুদুর রহমান জানান, দীর্ঘদিন থেকে মা হাই প্রেশার, কোমড়ে ক্ষয় সহ বিভিন্ন রোগে ভুগছেন। আমার পরিবারের পক্ষ থেকে আম্মার রোগমুক্তির কামনা করে দেশবাসীসহ সকলের কাছে দোয়া চাই।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম ইফতেখার সোমবার সন্ধ্যায় জানান, অবস্থা আগের থেকে এখন উন্নতি হয়েছে। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.