জলঢাকায় করোনায় ১ জনের মৃত্যু

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অবিচন নেছা (৫০) নামে প্রথম এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (৯ মে) রাতে আইসোলেসনে থাকা তার নিজ বাড়ী উপজেলার গোলমুন্ডা নাড্ডাপাড়ায় তিনি মৃত্যুবরণ করেছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ।
এ উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৭ জন। এর মধ্যে একজন সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন এবং একজন মারা যান।
জানা যায়, গত কয়েকদিন ধরে অবিচন নেছার করোনা উপসর্গ দেখা দিলে উপজেলা স্বাস্থ্য বিভাগকে তার নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম. আব্দুর রহিম হাসপাতালের ল্যাবে পাঠালে গত ৮ মে তার নমুনা টেস্টের রিপোর্ট করোনা পজেটিভ আসে।
ওই দিনে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ তাকে নীলফামারী সদর হাসপাতালের আইসোলেসনে পাঠানোর চেষ্টা করলে তিনি ও তার পরিবার অপারগতা প্রকাশ করে এবং তাকে তার নিজ বাড়ীতে আইসোলেসনে রাখেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ রেজওয়ানুল কবীর বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন,‘‘ করোনায় আক্রান্ত ওই ব্যক্তি নীলফামারী সদর হাতপাতালের আইশোলেসনে যেতে অপারকতা প্রকাশ করে তার নিজ বাড়ীতে আইসোলেসনে থাকেন, গতকাল রাতে তিনি মারা যান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.