বিশেষ (খুলনা) প্রতিনিধি: ছাত্র জনতার গণ অভ্যুত্থান ও ফ্যাসীবাদের পতন দিবস উপলক্ষে দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এক বিশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগষ্ট) বাদ আসর পানিগাতী বাঁশের হাট থেকে এ বিশাল মিছিলটি শুরু হয় এবং পথের বাজার বটগাছের মোড়ে পথসভার মাধ্যমে শেষ হয়।
দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসানের সভাপতিত্বে ও দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর এ্যাসিস্টান্ট সেক্রেটারি মুহাঃ ইসমাইল হোসেনের সঞ্চালনায় পথ সভায় বক্তব্য রাখেন দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, শুরা ও কর্মপরিষদ সদস্য মুহা মুজাহিদুল ইসলাম, মুহাঃ সাইফুল্লাহ মানসুর, মাওলানা দেলোয়ার হোসেন আজাদী, মুহাঃ শওকত আকবর, মুহাঃ শফিকুর রহমান, মুহাঃ আঃ কাদের, দিঘলিয়া উপজেলা ছাত্র শিবিরের সভাপতি খালিদ সাইফুল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন, দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা শহীদুল্লাহ্, তাসলিম হাসান টুটুল, মুহাঃ বদিউজ্জামাল আজাদ, আহসানুল হক হিরো, মোঃ মুরাদুর রহমান, মোল্যা খলিলুর রহমান প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (খুলনা) প্রতিনিধি সৈয়দ আবুল কাসেম। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.