চীনের যুদ্ধবিমান দিয়ে ভারতীয় বিমান ভূপাতিত করেছে পাকিস্তান, দাবি মার্কিন কর্মকর্তাদের

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বিরুদ্ধে পাকিস্তান চীনা যুদ্ধবিমান ব্যবহার করেছে বলে দাবি করেছেন দুই মার্কিন কর্মকর্তা। তারা জানান, চীনের তৈরি পাকিস্তানি যুদ্ধবিমান কমপক্ষে দুটি ভারতীয় সামরিক বিমান ভূপাতিত করেছে।
প্রতিবেদন বলছে, চীনের তৈরি একটি শীর্ষস্থানীয় পাকিস্তানি যুদ্ধবিমান বুধবার কমপক্ষে দুটি ভারতীয় সামরিক বিমান ভূপাতিত করেছে। এই ঘটনা বেইজিংয়ের উন্নত যুদ্ধবিমানের জন্য একটি বড় মাইলফলক।
গত মঙ্গলবার রাতে পাকিস্তানে হামলা চালায় ভারত। সে সময় চীনা যুদ্ধবিমান ব্যবহার করে পাকিস্তান দেশটির সামরিক বিমান ভূপাতিত করে বলে বুধবার পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার পার্লামেন্টে দাবি করেন। এ দাবির মধ্যে আমেরিকার পক্ষে জানানো হলো নতুন খবর।
ভারতীয় বিমান বাহিনীর একজন মুখপাত্রকে রয়টার্সের প্রতিবেদন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি কোনো মন্তব্য করেননি। মন্তব্য নেই চীনেরও।
প্রতিবেদন বলছে, তাইওয়ান বা বৃহত্তর ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বেইজিং কীভাবে লড়াই করতে পারে সে সম্পর্কে ধারণা পেতে ওয়াশিংটনে পশ্চিমা প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে একটি শীর্ষস্থানীয় চীনা যুদ্ধবিমানের পারফরম্যান্সের ওপর গভীর নজর রাখা হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, উচ্চ আত্মবিশ্বাস রয়েছে যে, পাকিস্তান চীনা তৈরি জে-১০ বিমান ব্যবহার করে ভারতীয় যুদ্ধবিমানের বিরুদ্ধে আকাশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, কমপক্ষে দুটি বিমান ভূপাতিত করেছে।
অন্য একজন কর্মকর্তা বলেন, ভূপাতিত করা কমপক্ষে একটি ভারতীয় জেট ছিল ফ্রান্সের তৈরি রাফায়েল যুদ্ধবিমান।
বুধবার রয়টার্স ভারতের স্থানীয় সরকারি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে তিনটি ভারতীয় বিমান ভূপাতিত করার খবর প্রকাশ করে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষে প্রথমবারের মতো পাকিস্তানের চীনা তৈরি বিমান ব্যবহারের খবর জানানো হলো।
পাকিস্তান এর আগেই দাবি করেছিল, তারা ভারতীয় বিমানবাহিনীর পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে তিনটি ছিল রাফাল। এই বিষয়ে এখনও ভারতের দায়িত্বশীল কারও বক্তব্য পাওয়া যায়নি।
গত ২২ এপ্রিল ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানি ঘটে। এ নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ায় ভারত-পাকিস্তানের মধ্যে। ভারত ওই হামলার জন্য পাকিস্তানকে অভিযুক্ত করলেও পাকিস্তান তা অস্বীকার করে আসছে। এর গত ৭ এপ্রিল মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের বিভিন্ন এলাকায় হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী। পাল্টা হামলা চালাচ্ছে পাকিস্তানও। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.