চারঘাটে ফেনসিডিল খেতে গিয়ে শিক্ষা অফিসার আটক

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর চারঘাট উপজেলায় ফেনসিডিল খেতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন পাবনা জেলার চাটমোহর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইদুর রহমান। মঙ্গলবার রাতে চারঘাট মডেল থানা পুলিশের হাতে আটক হন তিনি। পরে থানায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার দুপুরের দিকে আদালতের মাধ্যমে তাকে রাজশাহী জেলহাজতে প্রেরণ করা হয়।
সাইদুর রহমান নাটোরের জনৈক জয়নাল আবেদীনের ছেলে। চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার মোক্তারপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় ওই এলাকার এক ব্যক্তির আমবাগানে ফেনসিডিল সেবনরত অবস্থায় আটক করা হয় সাইদুর রহমানকে। পরে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, তার বাড়ী নাটোর এবং তিনি পাবনা জেলার চাটমোহর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে কর্মরত।
পাবনা জেলা শিক্ষা অফিসের উর্দ্ধতন কর্তৃপক্ষকে এ বিষয়ে অবগত করে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.