চাঁপাইনবাবগঞ্জে স্কাউটদের ঈদ পূনর্মিলনী \ নবীন-প্রবীনদের মিলনমেলা

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: জেলার স্কাউটদের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ওল্ড স্কাউটস ওর্গানাইজেশনের আয়োজনে ঈদ পূর্নমিলনীর এমন আয়োজনে নবীন প্রবীন স্কাউটদের মিলনমেলায় পরিনত হয়।
এই উপলক্ষে বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটস ভবনের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবারো স্কাউটস ভবনে এসে শেষ হয়।
পরে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে নবীন প্রবীন স্কাউটস সদস্যদের অংশগ্রহনে অনুষ্ঠিত হয় প্রীতি ক্রিকেট ম্যাচ। বেলা ১১টা থেকে জেলা স্কাউটস ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয় স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এতে খাকি পোশাকের স্কাউটিং করার পুরনো দিনের স্মৃতি আবারো মনে করে আবেগতাড়িত হন প্রবীন স্কাউটাররা। সেই স্মৃতি কথায় উঠে আসে অনেকের কথায়।
স্মৃতিচারণ করেন, জেলা রোভারের কমিশনার ড. মাযহারুল ইসলাম তরু, রাজশাহী অঞ্চলের প্রথম প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড প্রাপ্ত আসরাফুল আম্বিয়া সাগর, রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালকের দায়িত্বে থাকা আব্দুর রশিদও নিজ জেলায় এমন আয়োজনে স্মৃতিকাতর হয়ে পড়েন, সবার অনুরোধে শোনান গানও।
চাঁপাইনবাবগঞ্জ মুক্ত মহাদলের ওল্ড স্কাউট মোজাম্মেল হক স্মৃতিচারণ করতে গিয়ে তুলে ধরেন খাকি পোশাকের স্কাউটিং জীবনের বিভিন্ন অধ্যায়।সাংস্কৃতিক পর্বে ছিলো মহানন্দা মুক্ত টিটিএল স্কাউট গ্রুপের সদস্যদের পরিবেশনা। যা পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটস ও চাঁপাইনবাবগঞ্জ ওল্ড স্কাউটস ওর্গানাইজেশনের সম্পাদক গোলাম রশিদ জানান, পুরনো স্কাউটারদের সাথে নতুন পরিচয় ঘটনাতেই প্রতিবছরের ন্যায় এবারও অংশগ্রহণকারীদের অর্থায়নে ঈদ পূর্নমিলনীর আয়োজন করা হয়। এ ধরনের আয়োজন আগামীতেও আমরা সবাইকে সাথে নিয়ে অব্যাহত রাখার চেষ্টা করে যাব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.