চাঁপাইনবাবগঞ্জে মোট করোনা রোগী ৩১৯, সুস্থ ১২০, মৃত্যু-২, ঝুঁকিতে জেলা


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: নতুন করে আরও ২৮ জনের দেহে করোনা সনাক্ত হওয়ায় জেলায় মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩১৯ জনে। গতকাল সোমবার রাতে মোট ৬৮টি নমুনা পরীক্ষার রেজাল্টে ২৮টি পজেটিভ রিপোর্ট আসে।

জেলায় মোট সুস্থ রোগী ১২০জন। বর্তমানে চিকিৎসাধিন করোনা রোগী ১৯৯ জন।

জেলায় এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২ জনের। এরমধ্যে একজন বিদ্যুৎ অফিসের হিসাব রক্ষক মো. আতাউর রহমান (৫৪) এবং অন্যজন জেলার শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের চরমোহনপুর গ্রামের রাবেয়া খাতুন।

চরম ঝুঁকির মধ্যে রয়েছে জেলা বলছেন জেলা সাস্থ্য বিভাগ। চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলায় বর্তমানে করোনা রোগী ৩১৯ জন। সুস্থ হয়েছেন ১২০ জন। বর্তমানে চিকিৎসাধিন রোগী ১৯৯ জন।

তিনি বলেন, কিছুদিন থেকেই আশংকাজনক হারে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। বর্তমানে জেলা চরম ঝুঁকির মধ্যে পড়েছে। আগামীতে আরও বেশী আক্রান্তের আশংকা রয়েছে।

আক্রান্তরা সকলেই নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইন এ আছেন। আসন্ন কোরবানীর ঈদে আবারও হয়তো সংক্রমনের হার আশংকাজনক হারে বাড়তে পারে।

সকলকে সচেতন হয়ে সরকারী স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানান সিভিল সার্জন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.