চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডিম দিবস


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:  বিশ্ব ডিম দিবস উপলক্ষে র‌্যালী ও সমাবেশ হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। প্রাণী সম্পদ অধিদপ্তরের জেলা কার্যালয়ের আয়োজনে ‘স্বুস্থ মেধাবী জাতি চাই, প্রতিদিনই ডিম খাই’ প্রতিপাদ্যে দিবসটি উপলক্ষে আজ শুক্রবার সকালে জেলা শহরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

র‌্যালীতে নেতৃত্ব দেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আনন্দ কুমার অধিকারী। কর্মসূচীতে অংশ নেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. কবির আহমেদ, অধ্যক্ষ আতিকুল আতিকুল, সামিউল হক লিটন, মাইনুল ইসলাম, ডা. সাহরিয়ার কামাল, মর্নিং ওয়ার্ক ক্লাবের সদস্যরা, জেলার বিভিন্ন স্থানের পল্ট্রী খামারীরা।

বক্তারা প্রতিদিনই সকলকে ডিম খাওয়ার উপর গুরুত্বারোপ করে ডিমের উপকারীতা বিষয়গুলো তুলে ধরেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.