চাঁপাইনবাবগঞ্জে আরো ৪ জন করোনা আক্রান্ত, মোট রোগী ৪৬, সুস্থ ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরো ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলা মোট আক্রান্ত করোনা রোগী ৪৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২জন।

গতকাল বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সিলিভ সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী। গতকাল বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে ঢাকা থেকে সিভিল সার্জন অফিসে মোট ১২৫ জনের করোনা পরীক্ষা রিপোর্ট আসে। এর মধ্যে ৪ জনের পজেটিভ এবং ১২১ জনে নেগেটিভ রেজাল্ট আসে। এর মধ্যে ৩ জন শিবগঞ্জ উপজেলার ও ১ জন নাচোল উপজেলার বাসিন্দা।

জেলার সিভিল সার্জন তথ্য নিশ্চিত করে বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, গত ৭ এপ্রিল থেকে পর্যায়ক্রমে ১ হাজার ৫৩৫ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। তাদের মধ্যে এখন পর্যন্ত ১ হাজার ১৯২ জনের নমুনার পরীক্ষা রিপোর্ট পাওয়া গেছে।সব মিলিয়ে জেলায় এখন ৪৬ জন পজিটিভ। ৪৬ জনের মধ্যে ২ জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন। ১ হাজার ১৪৬ জনের নেগেটিভ রেজাল্ট আসে। পেন্ডিং রয়েছে আরো ৩৪৩ জনের নমুনা।

প্রাণঘাতি এই করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে সরকারী বিধি নিষেধগুলো মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানান তিনি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.