চরণদ্বীপ দরবারের ১০৪ তম ওরশ শরীফ সম্পন্ন

 

চট্টগ্রাম ব্যুরো: উপমহাদেশের অধ্যাত্ন শরাফতের প্রতিষ্ঠাতা হযরত গাউসুল আযম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারি (ক.) এর প্রথম ও প্রধান খলিফা কুতুবুল আকতাব হযরত মাওলানা শাহসূফী শেখ অছিয়র রহমান আল ফারুকী চরণদ্বীপি (ক.) এর ১০৪তম বেছাল বার্ষিকী ওরশ শরীফ গত ১২ ভাদ্র, ২৭ আগস্ট মঙ্গলবার বোয়ালখালীর ঐতিহ্যবাহী চরণদ্বীপ দরবার শরীফে মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে।
এতে বিভিন্ন জেলা – উপজেলা থেকে দরবারের ভক্ত-মুরিদানগন উপস্থিত ছিলেন। ওরশ শরীফে আখেরি মুনাজাত পরিচালনা করেন চরণদ্বীপ দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন পীরে ত্বরিকত হযরতুলহাজ্ব শাহসূফী শেখ আবু মুহাম্মদ শহীদুল্লাহ ফারুকী (ম.)।
এতে উপস্থিত ছিলেন চরণদ্বীপ দরবার শরীফের নায়েব-এ মুন্তাজেম হযরতুল আল্লামা শাহজাদা শেখ আবু মুহাম্মদ সাইফুল্লাহ ফারুকী ও শাহজাদা শেখ আবু মুহাম্মদ সানাউল্লাহ ফারুকী।
ওরশ শরীফ পরিচালনা করেন চরণদ্বীপ দরবার শরীফের ঐতিহ্যবাহী সংগঠন গাউসিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ কেন্দ্রীয় কমিটি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স. . জিয়াউর রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.