চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ, পুলিশ বক্সে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রাম ব্যুরো: কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা আজ শনিবার (৩ আগস্ট) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে রাখে। এক পর্যায়ে লোহাগাড়া মোটর স্টেশনে পুলিশ বক্সে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করা হয়। এ সময় সড়কের পাশে শত শত যানবাহন আটকে যায়। এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।
জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে সাতকানিয়া ও লোহাগাড়ার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা বিকাল ৩টার সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পদুয়া বাজার এলাকায় অবস্থান নেয় ও সড়কে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখে।
এ সময় বিজিবির দুটি গাড়ি অবরোধস্থলে পৌঁছে অবরোধ উঠিয়ে দেওয়ার চেষ্টা করলে বিজিবির গাড়িতে হামলা করে শিক্ষার্থীরা। পরে বিজিবি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চলা এই বিক্ষোভ চলাকালে কোনো পুলিশ সদস্যকে দেখা যায়নি।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানবাহন চলাচল বন্ধের বিষয়ে জানতে চাইলে দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোহাম্মদ এরফান জানান, সন্ধ্যার আগেই বিক্ষোভকারীরা স্থান ত্যাগ করেছে। সড়কে যানবাহন চলাচল তেমন একটা দেখা যাচ্ছে না।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স. . জিয়াউর রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.