গ্রিজম্যানের গোলে কষ্টে জিতলো ফ্রান্স

বিটিসি স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে কষ্টের জয় পেয়েছে ফ্রান্স। বসনিয়া ম্যাচের ৬০ মিনিট পর্যন্ত ফ্রান্সকে ঠেকিয়ে রাখতে সক্ষম হলেও শেষ পর্যন্ত আঁতোয়া গ্রিজম্যানকে আর পারেনি। তার এই একমাত্র গোলে জয় পায় দিদিয়ে দেশমের দল।
বুধবার রাতে সারায়েভোয় ‘ডি’ গ্রুপের ম্যাচে ১-০ গোলে জিতেছে ফ্রান্স। এ নিয়ে বিশ্বকাপ বাছাইয়ে টানা দ্বিতীয় জয় পেল ২০১৮ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা।
খেলার শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে ফ্রান্স। কিন্তু বারবারই প্রতিপক্ষের রক্ষণে গিয়ে খেই হারিয়েছে। অবশ্য বসনিয়ার গোলরক্ষক বেশ কয়েকটি আক্রমণ প্রতিহত করেন। প্রতি আক্রমণ থেকে বসনিয়ার সামনেও সুযোগ আসে। কিন্তু হুগো লরিসকে ফাঁকি দিতে পারেনি স্বাগতিকরা।
অবশেষে দ্বিতীয়ার্ধের ৬০তম মিনিটে গ্রিজম্যানের গোলে ফ্রান্সের অপেক্ষা ফুরায়। দারুণ হেডে জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড। তাতে ১-০ ব্যবধানে জয় পায় দিদিয়ে দেশমের দল।
তবে শেষ দিকে সমতা আনার দুটি সুযোগ এসেছিল বসনিয়ার সামনে। কিন্তু কোনোটিই কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা।
তিন ম্যাচ থেকে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ফ্রান্স। ২ ম্যাচ থেকে ১ পয়েন্ট নিয়ে বসনিয়া রয়েছে চতুর্থ স্থানে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.