বিশেষ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহে গৌরীপুরের প্রাচীন নিদর্শন ও ঐতিহাসিক স্থাপনাগুলোকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পুরাকীর্তির তালিকাভুক্তি করা ও গৌরীপুরকে পর্যটন নগরী গড়ে তোলার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে শনিবার দুপুরে পৌর শহরের কালীপুর বড়তরফের একটি হিস্যা বিজয় কান্ত লাহিড়ীর জমিদার বাড়ির প্রাঙ্গণে (বর্তমান ২নং গৌরীপুর ইউনিয়ন ভূমি অফিস) আলোচনা ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করে স্থানীয় সংগঠন ক্রিয়েটিভ এসোসিয়েশন হিস্টোরিক্যাল সোসাইটি এন্ড লাইব্রেরি।
কর্মসূচী বাস্তবায়নে সহযোগিতা করে এসিক এসোসিয়েশন ও ক্রিয়েটিভ এসোসিয়েশন।
এসময় বক্তব্য দেন ক্রিয়েটিভ এসোসিয়েশন হিস্টোরিক্যাল সোসাইটি এন্ড লাইব্রেরি’র সভাপতি কবি নূরুল আবেদীন, সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন সরকার, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল-আমিন, ধনিয়াকান্দি হামিদিয়া ফাজিল মাদরাসার সহকারি অধ্যাপক মোশারফ হোসেন সোহেল, গৌরীপুর রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হুদা লিটন, সাংবাদিক হুমায়ুন কবির, মাহফুজুর রহমান, লুৎফর রহমান, ঝিন্টু দেবনাথ, সুলতানা আক্তার রিমি, সংগঠনের সদস্য শাহাদত শাহ, তৌফিক বিন ইসলাম, প্রমুখ।
বক্তারা বলেন, ময়মনসিংহের উত্তরের জনপদ গৌরীপুর রাজা-জমিদারদের স্মৃতি বিজড়িত।
এখানে রয়েছে মুঘল-সুলতানি আমলের বহু প্রাচীন নিদর্শন ও ইতিহাসখ্যাত ব্যক্তিবর্গের সমাধি। এই স্থাপনাগুলোকে পুরাকীর্তির তালিকাভুক্ত এখানে পর্যটন নগরী গড়ে তোলা, পুরাকীর্তির তালিকাভুক্তি করার দাবি জানানো হয়।
এছাড়াও মৈমনসিংহ গীতিকার সংগ্রাহক কবি চন্দ্র কুমার দে’র নামে গৌরীপুরে সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের দাবিও জানান তারা সরকারের কাছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ময়মনসিংহ) প্রতিনিধি রায়হান উদ্দিন সরকার। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.