গাজায় রাতভর ইসরায়েলি হামলা, নিহত-৮

 

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজার বিভিন্ন অঞ্চলে রাতভর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত আটজন নিহত হয়েছে। ওয়াফা নিউজ এজেন্সির বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
গাজার মধ্যাঞ্চল, দক্ষিণাঞ্চল এবং উত্তরাঞ্চলে এসব হামলা চালানো হয়েছে। গাজার মধ্যাঞ্চলের নুসেইরাত শরণার্থী ক্যাম্পের পশ্চিমে এক বাড়িতে বোমা হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত তিনজন নিহত হয়েছে।
এছাড়া গাজার মধ্যাঞ্চলের মাঘাজি ক্যাম্পে ইসরায়েলি হামলায় অন্তত দুইজন নিহত হয়েছে। জাবালিয়া ক্যাম্পের ব্লক-৪ এ বোমা হামলায় নিহত হয়েছে অন্তত তিনজন। 
আল জাজিরা তাদের প্রতিবেদনে বলছে, ইসরায়েলি বাহিনী রাফাহ শহরের পশ্চিমে আবাসিক অঞ্চলেও হামলা চালাচ্ছে। ঘরবাড়ি ধ্বংস করতে বোমা বিস্ফোরণ ঘটাচ্ছে। তবে এসব হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরায়েল।

Comments are closed, but trackbacks and pingbacks are open.