গাজায় আরও ২ ইসরাইলি সেনা নিহত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলি সেনাবাহিনী শুক্রবার বলেছে যে- হামাস শাসিত গাজা উপত্যকায় লড়াইয়ে তাদের আরো দুই সেনা নিহত হয়েছে। শুক্রবার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এক বিবৃতিতে ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে যে- বৃহস্পতিবার গাজায় তাদের দুই সেনা নিহত হয়েছে এবং আরো একজন গুরুতর আহত হয়েছে। এতে আরো বলা হয়, গাজায় ইসরাইল তাদের স্থল অভিযান শুরু করার পর থেকে প্রায় ৩০০ সেনা নিহত হয়েছে।
এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি সেনাবাহিনীর হামলায় ৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময়ে আহত হয়েছেন আরো ৩৫৭ জন।
উত্তর গাজার শাতি শরণার্থী শিবিরে আরেকটি বিমান হামলায় আরেক ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
মন্ত্রণালয় আরো জানিয়েছে, গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাথে ইসরাইলের সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৩৬ হাজার ২২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময়ে আহত হয়েছেন আরো ৮১ হাজার ৭৭৭ জন।
এদিকে দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, রাফাহ শহরের ‘নিরাপদ অঞ্চলে’ চার দিনের হামলায় ইসরাইলের সামরিক বাহিনী নারী ও শিশুসহ ৬০ জনেরও বেশি মানুষকে হত্যা করেছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.