গণঅভ্যুত্থান উদযাপন উপলক্ষ্যে লালপুরে মোটরসাইকেল শোভাযাত্রা

নাটোর প্রতিনিধি: ৫ আগষ্ট গণঅভ্যুত্থান উদযাপন উপলক্ষ্যে নাটোরের লালপুরে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে বিএনপি। শনিবার দুপুরে উপজেলার ওয়ালিয়া, গোপালপুর পৌরসভা এলাকা সহ লালপুর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গৌরীপুর এসে মোটরসাইকেল শোভাযাত্রা শেষ হয়। পরে সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের কবরস্থানে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সাবেক প্রতিমন্ত্রীর বড় ছেলে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক ভিপি ডাঃ ইয়াসির আরশাদ রাজনের নেতৃত্বে এই শোভাযাত্রা বের হয়।
এসময় উপস্থিত ছিলেন, গোপালপুর পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আলহাজ্ব জিল্লুর রহমান, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আসলাম আলী, নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হাই. উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার পারুল, মালয়েশিয়া প্রবাসী বিএনপির নেতা আবুল বাসার প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.