খুলনায় ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের কমিটি গঠিত

 

খুলনা ব্যুরো: খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের ১৯সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটিতে দৈনিক পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার সুবীর কুমার রায় সভাপতি ও দৈনিক সময়ের খবরের নিজস্ব প্রতিবেদক সোহাগ দেওয়ান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আজ বুধবার নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

গঠিত কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি এইচ এম আলাউদ্দিন (দৈনিক পূর্বাঞ্চল), সহ-সভাপতি কাজী শামীম আহমেদ (দৈনিক গ্রামের কাগজ), সহ-সভাপতি ডি এম রেজা সোহাগ (দৈনিক প্রবর্তন), সহ-সভাপতি এস এম কামাল হোসেন (দৈনিক পাঠকের পত্রিকা), যুগ্ম সম্পাদক বিমল সাহা (দৈনিক প্রবাহ), সহ-সাধারণ সম্পাদক নূর হাসান জনি (দৈনিক তথ্য), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাকসুদ আলী (দৈনিক প্রবাহ), কোষাধ্যক্ষ এম এ জলিল (দৈনিক খুলনাঞ্চল), দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম নূর (দৈনিক সময়ের খবর), প্রচার সম্পাদক জয়নাল ফরাজী ( দক্ষিণাঞ্চল প্রতিদিন), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আল মাহমুদ প্রিন্স (দৈনিক সময়ের খবর), পাঠাগার সম্পাদক শিশির রঞ্জন মল্লিক (দৈনিক স্পন্দন)।

কমিটির কার্যনির্বাহী সদস্যবৃন্দ হলেন আসাদুজ্জামান রিয়াজ (দৈনিক খুলনা টাইমস), হুমায়ুন কবীর (দৈনিক আজকের তথ্য), সুমন আহমেদ (দৈনিক খুলনা টাইমস), আহমদ মুসা রঞ্জু (দৈনিক পূর্বাঞ্চল), কামরুল হোসেন মনি (দৈনিক প্রবাহ)।

এদিকে সভায় সড়ক দুর্ঘটনায় আহত খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিমল সাহার সুস্থতা কামনা করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.