খুলনা ব্যুরো: আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে খুলনায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে বিভিন্ন ছাত্র ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার (৯ মে) দুপুরে নগরীর শিববাড়ি মোড়ে ‘ব্লকেড ও অবস্থান কর্মসূচি’ পালন করেন তারা। কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী ও নাগরিক অংশ নেন।
কর্মসূচিতে এনসিপি, ইসলামী আন্দোলন, ইসলামী ছাত্রশিবির, ইসলামী ছাত্র ও যুব আন্দোলন, রেড জুলাইসহ আরও কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা দাবি জানান, আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলোকে “সন্ত্রাসী সংগঠন” হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।
বক্তারা বলেন, “গত ১৬ বছর ধরে এই সরকার ছাত্র-জনতার ওপর দমন-পীড়ন চালিয়ে এসেছে। ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগ এই বাংলায় থাকার অধিকার হারিয়েছে।” তারা দাবি করেন, বর্তমান সরকার মৌলিক অধিকার হরণ করেছে এবং দেশে ‘গণতান্ত্রিক পরিবেশ’ নেই।
বিক্ষোভকারীরা এ সময় দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না,আওয়ামী লীগ, ব্যান্ড ব্যান্ড ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
এসময় সড়ক আংশিকভাবে অবরুদ্ধ হয়ে পড়ে এবং স্থানীয় যান চলাচলে বিঘ্ন ঘটে। তবে কোনো সংঘর্ষ বা সহিংস ঘটনার খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে খুলনা মহানগর পুলিশের সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে একটি দায়িত্বশীল সূত্র জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরণের সতর্কতা অবলম্বন করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান মাশরুর মুর্শেদ। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.