খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার

খুলনা ব্যুরো: খুলনা থানা পুলিশ বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ মো. রুবেল খান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। রবিবার (৩০ মার্চ) রাত ১১টার দিকে খুলনা সদর থানাধীন জাহিদুর রহমান সড়ক থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত রুবেল বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার মো. হান্নান খানের ছেলে। তার বিরুদ্ধে খুলনা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম জানান, খুলনা সদর থানাধীন নিরালা ফাঁড়ির পুলিশ নিয়মিত চেকপোস্টে দায়িত্ব পালন করছিল। রাত ১১টার দিকে রুবেল খান পুলিশের উপস্থিতি দেখে অস্বাভাবিক আচরণ করতে থাকেন। এতে পুলিশের সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়।
তল্লাশির সময় তার কোমর থেকে যুক্তরাষ্ট্রে তৈরি একটি রিভলভার, পাঁচ রাউন্ড তাজা গুলি এবং একটি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে রুবেল জানান, তিনি তার বন্ধু আব্দুলার সঙ্গে দেখা করতে এসেছিলেন, তবে বন্ধুকে না পেয়ে রাস্তায় ঘুরছিলেন।
পুলিশ রুবেলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে এবং তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.