খুলনা করোনায় আক্রান্ত ৫ বিভাগে ১৪ 

খুলনা ব্যুরো: গত ২৪ ঘন্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালর পিসিআর মেশিনে  ১৮৮টি নমুনা পরীক্ষা করে ১০ জন পজিটিভ হয়েছে। যার মধ্যে খুলনার ৫টি, বাগেরহাটের ফকিরহাট ও শরণখোলায় ২ জন, যশোরের মণিরামপুর ১ জন।
খুলনায় ৫ জনের মধ্যে ৪ জন দিঘলিয়ার ও ১ জন রূপসার বাগমারা এলাকার। দিঘলিয়ার ০৪ জন হলেন, সেনহাটি এলাকার শাওন (১৩),  তমা (৯) সোনিয়া (৩০)ও ফারমায়েশখানার নারী শাহীদা বেগম (৪০)।এছাড়া  রূপসার বাগমারা এলাকার ৩১ বছরের যুবক তানভীর আলম।
গত ২৪ ঘন্টায় খুলনা বিভাগে নতুন করে ১৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১৮৮ টি নমুনা পরীক্ষায় ১০ জন ও কুষ্টিয়ার পিসিআর ল্যাবে ১৫৩ টি নমুনা পরীক্ষায় চার জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যশোরের পিসিআর  ল্যাব বন্ধ রয়েছে। এখন বিভাগের ১০ জেলায় মোট করোনা রোগীর সংখ্যা ৪২১ জন। এরমধ্যে ৮ জনের মৃত্যু হয়েছে।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এসব তথ্য দিয়ে জানানো হয়েছে, বাকিরা হোম আইসোলেশন চিকিৎসাধীন আছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.