বিশেষ (খুলনা) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, ফ্যাসিবাদ ও সৈরাচারী আওয়ামী লীগের ইতিহাস আয়নাঘরের ইতিহাস, হত্যা-দুর্নীতির ইতিহাস। সৈরাচার শেখ হাসিনা সরকার রাজাকার ও জঙ্গীবাদ বলে মিথ্যা অভিযোগে ও মিথ্যা মামলা দিয়ে আমাদের দলের শীর্ষনেতাদের শহীদ করেছেন। যে রাজাকার শব্দ দিয়ে জাতির সামনে মিথ্যাচার করে জামায়াতকে বিতর্কিত করেছে, নেতাদের শহিদ করেছে সেই রাজাকার শব্দটি জাতীয় শ্লোগানে পরিণত হয়েছে। হাজারো ছাত্র-জনতার রক্তের বিনিময়ে এই সৈরাচার সরকার থেকে মুক্তি পেয়েছে এ দেশের মানুষ। আমরা পেয়েছি এক নতুন স্বাধীনতা। হাজারো ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত এ নতুন স্বাধীনতাকে নস্যাৎ হতে দেওয়া হবে না। আমাদের এ স্বাধীনতাকে সমুন্নত রাখতে হবে। আমরা খুন, গুম ও দুর্ণীতিমুক্ত একটি নতুন বাংলাদেশ গঠন করতে চাই।
তিনি বলেন, আসমান জমিন যার রাষ্টীয় আইন চলবে তার। সেই আলোকে এ দেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করতে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর। মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনে আল্লাহর সন্তুষ্টি লাভের ভিশন নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে।
শুক্রবার (২২ নভেম্বর) সকালে খুলনার তেরোখাদা উপজেলার সরকারি ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক কর্মী সন্মেলনে প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্যে এ কথা বলেন। তেরোখাদা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মী সন্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা ইমরান হুসাইন,জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, জেলা সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, ইসলামী ছাত্র শিবিরের খুলনা উত্তরের সভাপতি বেলাল হোসাইন রিয়াদ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক স ম এনামুল হক।
Comments are closed, but trackbacks and pingbacks are open.