খাগড়াছড়িতে অস্ত্র ও ইয়াবাসহ আটক-১

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি ও ফটিকছড়ির সীমান্তবর্তী আব্দুল্লাহপুর-নানুপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ, মাদক ও বিভিন্ন সরঞ্জামসহ এক যুবককে আটক করেছে সেনা সদস্যরা।
বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষীছড়ি জোনের সেনা সদস্যরা এ অভিযান পরিচালনা করে।
আটক ব্যক্তির নাম আব্দুল হালিম ইমন (৩৮)। তিনি ফটিকছড়ির আব্দুল্লাহপুর গ্রামের মো. শফির ছেলে।
অভিযানে সেনা টহল দল তল্লাশি চালিয়ে, একটি শটগান, থ্রি-নট-থ্রি রাইফেলের ২ রাউন্ড গুলি, পিস্তলের ৬ রাউন্ড গুলি, শটগানের ৭ রাউন্ড গুলি, ৭.৬২ মিমি অ্যামুনিশন ১ রাউন্ড, শটগানের ব্যবহৃত ১১টি কার্তুজ, একটি অ্যামুনিশন ক্লিপ, ১৪৪ পিস ইয়াবা, ৯টি দেশীয় ধারালো অস্ত্র, ২টি রামদা, একটি চাইনিজ কুড়াল, ১৫টি মোবাইল ফোন, ২৫টি সিমকার্ড, একটি বডি ক্যামেরাসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করে।
সেনা বাহিনী জানিয়েছে, গ্রেফতার আসামিকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খাগড়াছড়ি প্রতিনিধি এ কে এম মোসাদেক হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.