কেসিসিতে আ’লীগের মেয়রপ্রার্থীর বিরুদ্ধে আচরনিবিধি লংঘনের অভিযোগ বিএনপি প্রার্থীর

 

নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনা সিটি কর্পোরেশনের আওয়ামীলীগ মনোনীত মেয়রপ্রার্থী আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের বিরুদ্ধে আচরনিবিধি লংঘনের অভিযোগ করেছেন বিএনপি মনোনিত মেয়রপ্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। বুধবার রিটার্নিং অফিসার বরাবর লিখিত অভিযোগে তিনি এ অভিযোগ করেন।

অভিযোগে বলা হয় তালুকদার আব্দুল খালেক নিজস্ব প্রাইভেট গাড়িতে নৌকা প্রতীকের পোস্টার লাগিয়ে ভোটারদের কাছে ভোট চাচ্ছেন। তার এই আচরন কেসিসি নির্বাচন বিধিমালার ৮ (৮) ধারার সুষ্পষ্ট লংঘন।

লিখিত অভিযোগে আরও বলা হয়, আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক ঢাকা মেট্রো- গ-১৭-১৩৩৫ নম্বর প্রাইভেট গাড়িতে নৌকা মার্কার পোষ্টার লাগিয়ে নির্বাচনী প্রচারনা করে চলেছেন। তার এই কাজ আইনের লংঘন এবং বিধিমালার ৩১ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এজন্য তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।তবে রিটার্নিং অফিসার মো: ইউনুচ আলী ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়ে পথে থাকায় এ ব্যাপারে তিনি কোন মন্তব্য করতে পারেননি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.