কেনিয়ায় বাঁধ ভেঙে ৪২ জনের প্রাণহানি
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার দেশ কেনিয়ায় একটি বাঁধ ভেঙে অন্তত ৪২ জন মারা গেছেন। ভেসে গেছে অনেক বাড়ি ও গাড়ি। গত এক সপ্তাহের বেশি সময় ধরে অঞ্চলটিতে ভারী বৃষ্টি হচ্ছে। এতে দেখা দিয়েছে বন্যা।
দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চলছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
সোমবার কেনিয়া সরকারের মুখপাত্র আইজ্যাক মাইগুয়া মওয়াউরা জানিয়েছেন, মূলত কেনিয়ার বিশাল অংশ বন্যার পানিতে তলিয়ে গেছে। ভূমি ধসের ঘটনাও ঘটেছে বেশ কিছু এলাকায়। গত মার্চের পর থেকে এখন পর্যন্ত দেশটিতে ১০৩ জন মারা গেছেন। বাড়ি ছেড়ে পালিয়েছেন হাজার হাজার।
কেনিয়ার নাকুরু কাউন্টি গভর্নর সুসান কিহিকা বলেছেন, মারাত্মক পরিস্থিতি উন্মোচিত হচ্ছে। কারণ মানুষ ও ঘরবাড়ি বন্যার পানিতে ভেসে যাচ্ছে।
তিনি বলেন, আমরা পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছি। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি। তাছাড়া যারা ভেসে গেছে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা চলছে।
সোমবার কেনিয়া রেড ক্রস সোসাইটি জানিয়েছে, কামুচিরি গ্রামে আকস্মিক বন্যার কারণে বেশ কয়েকজনকে মাই মাহিউতে একটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.