বিটিসি আন্তর্জাতিক ডেস্ক:উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দেখা করার জন্য পিয়ংইয়ং পৌঁছেছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই শোইগু। বুধবার (৪ জুন) বার্তা সংস্থা তাস জানিয়েছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে তিন মাসেরও কম সময়ের মধ্যে এটি তার দ্বিতীয় পিয়ংইয়ং সফর।
রাশিয়ান নিরাপত্তা পরিষদের প্রেস সার্ভিস তাস’কে জানিয়েছে, উভয় পক্ষ ‘বিস্তৃত কৌশলগত অংশীদারিত্বের ওপর রাশিয়া-উত্তর কোরিয়া চুক্তির কিছু বিধান বাস্তবায়ন এবং কুরস্ক অঞ্চল মুক্ত করতে সাহায্যকারী কোরিয়ান যোদ্ধাদের স্মৃতি ধরে রাখার প্রচেষ্টা নিয়ে আলোচনা করবে’ বলে মনে করা হচ্ছে।
তাসের প্রতিবেদন অনুসারে, উভয় পক্ষই ইউক্রেনের পরিস্থিতিসহ আন্তর্জাতিক এজেন্ডার গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও আলোচনা করবে বলে আশা করা হচ্ছে।
সের্গেই শোইগুর পূর্ববর্তী উত্তর কোরিয়া সফর ছিল ২১ মার্চ। তখন কিম জং উনের সঙ্গে তার প্রায় দুই ঘণ্টার কথোপ কথন হয়েছিল। শোইগু বলেন, তিনি পুতিনের বার্তা উত্তর কোরিয়ার নেতার কাছে পৌঁছে দিয়েছেন। তারা ইউক্রেন এবং রাশিয়া-মার্কিন সংলাপ শুরু করার বিষয়ে আলোচনা করেছেন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.