গাজীপুর প্রতিনিধি:গাজীপুরের কালীগঞ্জে ডাম্প ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন একই পরিবারের তিনজন।
আজ শুক্রবার সকাল ৯টার দিকে টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের মূলগাও দেওপাড়া চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
আহতরা হলেন- হাফিজুর (৪০), তার স্ত্রী ছালমা বেগম (৩৫) এবং তাদের চার বছরের ছেলে তামিম।
প্রত্যক্ষদর্শীরা জানান, নরসিংদীগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন।
গুরুতর আহত অবস্থায় এক শিশুসহ তিনজনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বিটিসি নিউজকে জানান, ‘দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এবিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।’
সংবাদপ্রেরকবিটিসিনিউজএর গাজীপুর প্রতিনিধি মো. সাইফুল ইসলাম সাইফুল। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.