কালিহাতীতে সম্পত্তির লোভে ছোট ভাইকে হত্যা করল বড় ভাই

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে সম্পত্তির জন্য আপন ছোট ভাইকে হত্যা করেছে বড় ভাই সোহেল।
রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল পিবিআই পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পিবিআই এর জেলা পুলিশ সুপার মোহাম্মদ সিরাজ আমিন।
গত ১২ ফেব্রুয়ারি কালিাহতীর থানার পারখী বিল থেকে মুকুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার পর থেকে ছায়া তদন্তে নামে পিবিআই।
পুলিশ সুপার মোহাম্মদ সিরাজ আমিনবিটিসি নিউজকে বলেন, গত ২৭ ফেব্রুয়ারি হত্যাকারী সোহেল ঘাটাইল উপজেলার হামিদপুর বাজার থেকে একটি কোদাল ও কোদালের আছারি ক্রয় করেন। এরপর হত্যা হওয়া মুকুলকে মোবাইলে জরুরি প্রয়োজন আছে বলে ডেকে আনেন পারখীতে। পরে মুকুলকে কৌশলে বিলে নিয়ে গিয়ে সোহেলের গলায় থাকা মাফলার দিয়ে মুকুলের হত্যা নিশ্চিত করে কোদাল দিয়ে গর্ত করে সেখানে পুঁতে রেখে চলে যান তিনি। এরপর থেকে সোহেল মোবাইল ফোন বন্ধ করে পলাতক ছিলেন।
তিনি বলেন, টাঙ্গাইল পিবিআই পুলিশ তদন্ত শুরু করলে তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রথমে সোহেলের অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়। শনিবার রাতে পিবিআইয়ের একটি আভিযানিক দল সোহেলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গাজিপুর থেকে কালিহাতী উপজেলার মৃত হানিফার ছেলে ও হত্যা হওয়া মুকুলের বড় ভাই সোহেল ও দিনাজপুর জেলার চিরির বন্দর উপজেলার দগরবাড়ি গ্রামের মৃত রমনী কান্ত শীলের ছেলে শ্রী পরেশ চন্দ্র শীলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আসামি দুজনকে রোববার আদালতে সোপর্দ করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর টাঙ্গাইল প্রতিনিধি লুৎফর রহমান উজ্জল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.